
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় কর্মী সংকট তীব্র। গণপরিবহন, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে বিপুল শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে।
এরই মধ্যে ঢাকার এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি একটি সার্বিয়ান টেক্সটাইল কোম্পানির সঙ্গে ৬০০ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তি করেছে। ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রত্যেক কর্মীকে দেওয়া হবে ই-ভিসা।
১ লাখ বিদেশি কর্মীর ভিসা ঘোষণা করেছে সার্বিয়া
ইউরো এক্সপো ২০২৭ → দরকার হবে প্রায় ৫ লাখ শ্রমিক
বাংলাদেশি এজেন্সি প্রথম ধাপে ৬০০ কর্মীর চুক্তি করেছে
ফ্রি থাকা-খাওয়া + মাসিক বেতন €৫৫০
"সার্বিয়ায় শ্রমবাজার বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনাময়।"
— শাহ আহমেদ শাফি, মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়

ভিসা কোটা: ১,০০,০০০
বেতন: €৫৫০ / মাস
থাকা + খাওয়া: ফ্রি
ভিসা টাইপ: ই-ভিসা